Sunday, November 18, 2018

Newsletter_November, 2018







                  

November, 2018


It was a delightful experience for AKTL at  "Safety & Security Expo 2018", on 25 - 27 October at International Convention City Bashundhara (ICCB), Dhaka and 'Destination Bangladesh' on 28 and 29 October, 2018 at Bangabandhu International Conference Center (BICC), Dhaka. We are glad to have met everyone and thank you for coming!

For this event we showcased our IP Surveillance, IOT products, IPPBX Gateways and many other products which were received with great interest.



Milesight New Weather-proof Mini Dome Network Camera and AF Motorized Mini Dome Network Camera have been there for a while. So why are they beyond others and why do people like to choose them? Let's find out.

Structure

The two Mini Dome Cameras inherit the original Milesight design, while are different from the previous ones. The 3-axis design makes the camera easy to manage the viewing angle. And theIntegratedJunction Box helps to reduce the installation efforts. Under the meticulous design, the dome cameras could feature IP67&IK10.


                
 
Image

Not all 2.8mm lens could bring 120° field of view, but Milesight weather-proof Mini Dome Camera could. And the 3x Optical Zoom function in AF Motorized Mini Dome Camera makes it more functional in monitoring distant subjects. The Milesight 140dB Super WDR and 0.002Lux Ultra Low-light are all passed to the new two Mini Dome Cameras.



Technology

The two Mini Dome Cameras both haveH.265+ Smart Codec, which could save 70%-80% bandwidth compared with H.264. And innovative Smart IR II Technology with anti-reflection panel allows the two Mini Dome Cameras' IR Lens be fully used. With the Built-in Microphone which adopts the advanced codec, the two Mini Dome Cameras are able to provide clearer voice.




A. K. khan and Company Limited is one of the oldest and most renowned private sector organizations in Bangladesh established in 1945. It is operating its telecom distribution and supply chain operations business since 1997 with small business unit named A. K. Khan and Company Limited (Telecom Division) AKTD. AKTL is the leading solutions provider for enterprise, end to end telecommunications, networking and IT solutions. Our partnership with world renowned technology conglomerates such as Mitel, Axis, 'eScan, Milesight, Four-Faith, Yeaster, Qognify, Aruba, Grandstream, and others allow us to provide tried and tested products and solutions for our valued clients. AKTL is ISO 9001-2008 QMS certified distributor. We prioritize quality, reliability and security. Our partners are:
Copyright © 2018 A. K. Khan Telecom Limited. All rights reserved.
Cell: +880 1819411161 | Email:
 marketing@aktelecom.net. | Web: www.aktelecom.net


Connect with us

                       

Monday, November 05, 2018

Lottery Lucky winner

Welcome To Lotto 6/49
77 Eastview Blvd Belleville, ON, K8N 4Z3, Canada
Mon to Fri | 8:30am to 4:30pm
Attention: Customer AFRSA680
Ticket Number: A9564 75604545 001
Ref: EAAL/158OYHI/08
Batch No. Lotto CTL/6732


Dear Lottery winner.

Congratulations! To you as we bring to your notice, the results of the
First Category draws of EMAIL LOTTERY organized and sponsor by the
Canadian and South Africa Government.

To file for your claim please find attached for more details.

Yours Sincerely,
Mrs. Evelyn McGregor
(Publicity Secretary)

Sunday, November 04, 2018

Press Invitation : সড়ক সচেতনতায় ই-সোসাইটির মেন্টরিং কার্যক্রমের উদ্বোধন

বরাবর,
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক
-----------------------------------
ঢাকা

বিষয়ঃ নিরাপদ সড়ক সচেতনতায় ই-সোসাইটির মেন্টরিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্য আয়োজিত সংবাদ সম্মেলনে আমন্ত্রন প্রসঙ্গে।

মহোদয়, 
ই –সোসাইটির (www.esoceitybd.com) পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

আপনি জেনে আনন্দিত হবেন যে, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক  ইস্যূ বৃহত্তর জনগোষ্ঠীর সামনে কার্যকরভাবে উপস্থাপন করা, মানুষের চিন্তন দক্ষতা বৃদ্ধি করা এবং স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করে বৃহত্তর জনগোষ্ঠীর ইতিবাচক আচরণগত পরিবর্তনে সহায়তা করার উদ্দ্যেশে কাজ শুরু করতে যাচ্ছে ই-সোসাইটি। এর কাজের ক্ষেত্রসমূহ হচ্ছে ই-লানিং, ই-মেন্টরিং এবং ই-এ্যাডভোকেসি এবং এটি একটি সচেতনতা ও শিক্ষামূলক ওয়েবভিত্তিক প্লাটফর্ম।

বিভিন্ন ইস্যূ ভিত্তিক আলোচনা, তথ্য-উপাত্ত, সেবা প্রাপ্তি অথবা প্রাপ্য সেবা থেকে বঞ্চিত ইত্যাদি বিষয়ে আইন প্রণেতা, নীতিমালা প্রণয়নকারী সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সংযোগ স্থাপন  এবং  সিদ্ধান্তগ্রহণে প্রত্যাশিত ক্ষেত্রে ইতিবাচক প্রভাবিত করার জন্য ই-এডভোকেসি কাজ করবে।

একইসাথে ই-মেন্টরিং সহায়তা করবে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল গুণীব্যক্তিদের সাথে নতুন প্রজন্মের সংযোগ স্থাপন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ, মূল্যবোধ চর্চা, নৈতিকতা শিক্ষা, আচরণগত পরিবর্তন ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে।

সে লক্ষ্যেই বিশাল জনগোষ্ঠীকে কার্যকরভাবে সচেতন করার জন্য ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। নতুন প্রজন্মের ইতিবাচক আচরণগত অভ্যাস গড়ে তোলার জন্য ই-সোসাইটির মেন্টরবৃন্দ কাজ করছে। ই-সোসাইটির প্রথম অনলাইন কোর্স 'Road Safety Awareness Course-1' বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিশাল জনগোষ্ঠীর সচেতনতা তৈরিতে সহায়তা করবে। আর ই-সোসাইটির কার্যক্রমে সহায়তা করছে গুণিজন ট্রাস্ট (http://www.gunijan.org.bd)।

আগামী ৫ নভেম্বর, ২০১৮ খ্রি:  সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ই-সোসাইটি এবং Road Safety Awareness Course-1এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ই-সোসাইটির উপদেষ্টামন্ডলী কার্যক্রমের শুভ সূচনা করবেন।

উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন (নামের আদ্যক্ষর অনুযায়ী ক্রম সাজানো হয়েছে)-
ড. অনন্য রায়হান, এক্সিকিউটিভ চেয়ারপার্সন, ডিনেট
জনাব কামাল লোহানী, বিশিষ্ট সাংবাদিক (একুশে পদক প্রাপ্ত) 
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, জাতীয় অধ্যাপক
অধ্যাপক মাহফুজা খানম, সভাপতি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও চেয়ারপার্সন, খেলাঘর 
জনাব রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণ সাক্ষরতা অভিযান  

উক্ত অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ ও প্রকাশ/প্রচারের জন্য আপনার বহুল প্রচারিত/প্রকাশিত সংবাদমাধ্যমের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে
 
এটিএম কামরুজ্জামান
উদ্যোক্তা
ই-সোসাইটি
Call: 01611127453